ভূরুঙ্গামারীতে ১৯ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভূরুঙ্গামারীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারে উপজেলায় ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
গত ২২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মণ্ডপের সভাপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অংশীজনদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ উৎসবের। এবারে দেবী দুর্গা দোলায় আগমন করে গজে চড়ে কৈলাশে প্রত্যাবর্তন করবেন।
প্রতিমা কারিগররা অক্লান্ত পরিশ্রম করে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। মূর্তিতে রঙতুলির আঁচড়ের কাজ চলছে। প্রতিটি প্রতিমার মজুরি সর্বোচ্চ ৩০–৩৫ হাজার টাকা হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়-ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছে। অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন, তবে টিকে থাকার জন্য অনেককে কৃষিকাজও করতে হচ্ছে।
হীরালাল সাহা সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মহাদেব সাহা জানান, উপজেলায় দুটি পারিবারিক ও ১৭টি সার্বজনীন মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তায় আনসার মোতায়েন রয়েছে এবং প্রশাসন সার্বক্ষণিকভাবে নজরদারি করছে।
আনসার সদস্য মো. লুৎফর রহমান বলেন, “২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আনসার তিন শিফটে ডিউটি পালন করছি। পরে প্রয়োজন হলে সদস্য সংখ্যা বাড়ানো হবে।”
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ কুমার সাহা বলেন, “মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতাও পাওয়া যাচ্ছে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের মন্দিরে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। উৎসব চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বাত্মক নজরদারি থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, “প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপ কমিটি ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকতে হবে। পাশাপাশি প্রশাসনের সর্বাত্মক নজরদারিও থাকবে। আশা করি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে।”
এখন শুধু অপেক্ষা, ঢাকের তালে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মহোৎসব।