“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানে পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফুলের হাসি ফাউন্ডেশন মুলাদী উপজেলা কমিটির উদ্যোগে আজ বুধবার (১ আগস্ট ২০২৫) পূর্ব হোসনাবাদ কলেজ মাঠে বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের জামে মসজিদ ও মাদ্রাসাগুলোতে গাছ বিতরণ কর্মসূচি। পরে থানার মসজিদের ইমাম প্রতিনিধিদের মাঝে ফলজ চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
ফলজ গাছ গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় ও সভাপতিত্ব করেন মোস্তফা কামাল সিকদার।
ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা আসাদুজ্জামান টিটু সিকদার, ডাক্তার রাকিবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাতাব চৌকিদার, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, সমাজসেবা সম্পাদক সুলতান আহমদ মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অনু, প্রচার সম্পাদক মামুন সহ সহ ফুলের হাসি ফাউন্ডেশন সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।
সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ। আমরা চাই প্রতিটি থানা, মসজিদ, মাদ্রসা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”
উপদেষ্টা টিটু সিকদার বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে। এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।