চট্টগ্রামের অভিজাত এলাকা চকবাজারের জয়নগরের বাগদাদীয়া খানকাহ শরীফে বাগদাদীয়া একাডেমির হেফজুল কোরআন বিভাগের সবক দান অনুষ্ঠান গতকাল ১ অক্টোবর বুধবার বাদে মাগরিব অনুষ্ঠিত হয়।
একাডেমির আনুষ্ঠানিক ভাবে হেফজুল কোরআন বিভাগের ছাত্রদের সবক দানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বাগদদাদীয়া একাডেমির প্রতিষ্ঠাতা, হযরত রাসূলে পাক ( দ:) এর রওজা শরীফের সাবেক খাদেম পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আব্দুল হালিম আল মাদানী (মাঃ জিঃ আঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক দান শুরু করেন।
বাগদাদীয়া একাডেমি পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মাওলানা আবুল হায়াত নক্সবন্দী ( ম: জি : আ:) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খ্যাতিমান ইসলামী বক্তা শায়েখ মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া আল কাদেরী ( ম: জি : আ:)।
সভায় বক্তারা বলেন, সুন্নী মতাদর্শের আধুনিক ও মানসম্পন্ন হেফজখানা চট্টগ্রামে নেই বললেই চলে। এর শূন্যতা পূরণ করতেই চট্টগ্রামে বাগদাদীয়া একাডেমির যাত্রা।
বক্তারা বলেন, চট্টগ্রামে একটি আদর্শিক – সুন্নী মতাদর্শের এবং আধুনিক মানসম্মত হেফজখানার অভাব ছিল। আজ থেকে চট্টগ্রামবাসী বাগদাদীয়া একাডেমির যাত্রার মধ্যে দিয়ে সে শূন্যতা থামলো। সকল মুসলমানদের এ একাডেমিতে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, চট্টগ্রামের এ বাগদাদীয়া একাডেমির মধ্যে থেকে বিশ্ব মানের সুন্নী মতাদর্শের হাফেজ কোরআন সৃষ্টি হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম, বিশিষ্ট লেখক ও গবেষক এম. এ. সবুর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার ইন্জিনিয়ার লায়ন মো জাবেদ আবসার চৌধুরী, এলডিপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাফর আহমদ চৌধুরী, আলহাজ্জ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ. কিউ. এম. মোসলেম উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন
শায়েখ মাওলানা সোলাইমান আলী রজভী, শায়েখ বাহাউদ্দীন কাদেরী, শায়েখ এনায়েত উল্লাহ খান কাদেরী, শায়েখ নিজাম উদ্দিন কাদেরি, আরিফুল ইসলাম কাদেরী, আমিরুজ্জামান রেজা, একাডেমি পরিচালনা কমিটির সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, লায়ন মাহতাব উদ্দিন, মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন, মোহাম্মদ নুরুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা
শেষে মিলাদ কিয়াম পরিচালনা করেন মুহাম্মদ নুরুল্লাহ মাহির কাদেরী।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাগদাদীয়া একাডেমির পরিচালক শায়েখ নিয়াজ মাখদুম ফারুকী।
সবশেষে আখেরী মোনাজাত ও নতুন ছাত্রদের সবক দান করেন পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আব্দুল হালিম আল মাদানী (মাঃ জিঃ আঃ)।