ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হামিদুল ইসলাম হামিদ পূজা মন্ডপ পরিদর্শনে এসে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন,সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে শারদীয় দূর্গা পূজা উৎযাপন হোক। কালিগঞ্জ উপজেলা হচ্ছে সম্প্রীতির জলন্ত দৃষ্টান্ত। আমরা একই পাড়ায় একই গ্রামে হিন্দু মুসলিম সবাই বসবাস করি। আমাদের মাঝে কোন ধর্মীয় দাঙ্গা ফাসাদ নেই। শুধু কালিগঞ্জ ঝিনাইদহ থেকে শুরু করে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। আমরা একে অন্যের আপদ বিপদে ছুটে যায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের শারদীয় দূর্গা পূজা। আমরা দলীয় ভাবে ও ব্যক্তিগত ভাবে যতটুকু পারি সহযোগিতা করে যাব। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে সকল অশুভ শক্তিকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠা করবেন।
উপজেলার বিভিন্ন ইউপির পূজা মন্ডপ থেকে পরিদর্শন শুরু করে গ্রাম ইউনিয়ন সহ রাতে পৌর সভার মন্দির পরিদর্শন করে কুশল বিনিময় করবেন বলে জানান তার সফর সঙ্গীরা উপজেলা যুবদলের, ছাত্রলের দায়িত্বশীল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই পূজা মন্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রো নিয়ে দলীয়কার্যালয়েউপস্থিত হন।
মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ সাহেব প্রতিটি মন্দিরে খেলাধুলার জন্য ফুটবল ও অনুদান মন্দির কমিটির হাতে তুলে দেন। এছাড়াও মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দিয়ে নিরাপত্তার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন।
গত রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎযাপনের জন্য ইউএনও ওসি দিন রাত টহল দিচ্ছেন এবং প্রতিটি মন্দির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করেন।