জাত ধর্ম ভুলে সবাই শেয়ার করুন যেন সঠিক বিচার হয়
বীরভূম জেলা, রামপুরহাটের বারমেশিয়া গ্রামে
২৮ আগস্ট নিখোঁজ হয় এক আদিবাসী ছাত্রী।
রাত হতেই পরিবারেরা, করছিল খুব দুশ্চিন্তা
মেয়ে আমাদের ফিরছে না যে, হয়ে এলো রাত্রী।
ছোট্টো একটি মেয়ে,
বৈকালে’তে গিয়ে ছিল, মনোজ স্যারের টিউশনে
মাও হয়তো ভাবেনি, এই দেখাই শেষ দেখা
এই মা ডাক টা আজই যে, শেষ ডাকা।
অপেক্ষায় সবাই, এতো দেরি কেন? সে আসছে না
মেয়েটি কী জানতো, সে.. ফিরে আসতে পারবে না
পরের দিন সকাল হতেই, বাড়ির লোক গেলো খোঁজে
টিচার বলে আপনাদের মেয়ে, আসেনি কাল টিউশোনে।
বাবা মার মন ঠিকই খোঁজে, সন্তান এর ডাক ঠিকই বোঝে
সন্দেহে তে গিয়ে ছিল তাঁরা, পুলিশ এর কাছে
পুলিশ বাবু.. মেয়ে আমার নিখোঁজ, গিয়ে ছিল টিউশনে
মন বলছে ওই টিচার বাবু, আটকে রেখেছে।
পুলিশ বলে মেয়ে তোমার, হয়তো.. প্রেম করে পালিয়েছে
অপেক্ষা করো কদিন বাদে, খবর ঠিকই পাবে
অপেক্ষায় অপেক্ষায়, গু/ম/ড়ে মরে প্রত্যেকটি দিন
এই ভাবেই চলে গেলো, কুড়ি বাইশটি দিন।
হঠাৎ একদিন, জলাশয় ও জঙ্গলে, করে দুর্গন্ধ
পুলিশ এসে দেখে, এ যে বস্তা বন্দী মানুষের শরীরের অংশ
এই ভাবেই পাওয়া গেলো, শরীরের তিন চার টুকরো, বস্তা বন্দী