দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী একাধিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
দিনভর তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি যে সব দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন—
৬নং নিজপাড়া ইউনিয়নের চকবানারশি সার্বজনীন দূর্গা মণ্ডপ, গোলাপগঞ্জ সার্বজনীন দূর্গা মণ্ডপ, ডাবরাপাড়া বাকবাড়ী সার্বজনীন দূর্গা মণ্ডপ।
২নং পলাশবাড়ী ইউনিয়নের মোদাতি হাট সার্বজনীন পূজা মণ্ডপ, দেবীর বাজার সার্বজনীন পূজা মণ্ডপ।
১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী শ্রী শ্রী দূর্গা মণ্ডপ, ভেলাপুকুর দূর্গা মণ্ডপ।
৯নং সাতোর ইউনিয়নের সিংহজানী দূর্গা মণ্ডপ, শিয়ালখেদা বাঁশতলী সার্বজনীন দূর্গা মণ্ডপ, গ্রামতলী বটতলী পূজা মণ্ডপ।
৭নং মোহনপুর ইউনিয়নের মাহানপুর কেন্দ্রীয় দুর্গা মণ্ডপ, শিবপুর সার্বজনীয় দুর্গামণ্ডপ।
৮নং ভোগনগর ইউনিয়ন কেন্দ্রীয় হরি মন্দির দুর্গা মণ্ডপ, বীরগঞ্জ কেন্দ্রীয় মন্দির, নতুনপাড়া সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ, সুজালপুর বিষ্ণু মন্দির দুর্গা পূজা মণ্ডপ, চাকাই সার্বজনীন দূর্গা মণ্ডপ, কুমারপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মণ্ডপ, দামাইক্ষেত্র হাবলুহাট সার্বজনীন পূজা মণ্ডপ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন,
“সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুন। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায়, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।