1. admin@banglarmuktokontho.com : admin :
মাইজভাণ্ডার শরীফে খোশরোজ মাহফিলে ভক্ত জনতার ঢল - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার! বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর দুইদিন পার  দাফন নিয়ে সরকার ও পরিবার দ্বন্দ্বে মরদেহ হাসপাতালেই রামপুরহাটের বারমেশিয়া গ্রামে ২৮ আগস্ট নিখোঁজ হয় এক আদিবাসী ছাত্রী বীরগঞ্জে বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম দিনব্যাপী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ভাড়া নৈরাজ্য : বিভিন্ন মহলের উদ্বেগ! চট্টগ্রামের অভিজাত এলাকা চকবাজারের বাগদাদীয়া একাডেমির হেফজুল কোরআন বিভাগের সবক দান অনুষ্ঠিত সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভয়: শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ঝিনাইদহ কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের পূজা মন্ডপ পরিদর্শন

মাইজভাণ্ডার শরীফে খোশরোজ মাহফিলে ভক্ত জনতার ঢল

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

মাইজভাণ্ডার শরীফে খোশরোজ মাহফিলে ভক্ত জনতার ঢল
উগ্র সম্প্রদায়িক গোষ্ঠীর
মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
দেশবাসীর ওপর আল্লাহর রহমত, অশান্ত বিশ্বে শান্তি
প্রতিষ্ঠা ও নিপীড়িত মানবতার মুক্তি কামনায় আখেরী মুনাজাত
মাইজভাণ্ডারী সুফিবাদি দর্শনের বিকাশ ও পূর্ণতাদানকারী গাউছুল আ’যম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)’র ২দিন ব্যাপী ১৬২তম খোশরোজ শরীফ আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্ত-জনতার অংশগ্রহণে পালিত হয়েছে। দেশবাসীর ওপর আল্লাহর রহমত ও নিপীড়িত মানবতার মুক্তি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।
আজ ১৪ অক্টোবর, সোমবার, খোশরোজ শরীফের প্রধান ও সমাপনী দিবসে মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে বাংলাদেশ সুপ্রিম পার্টির-বিএসপি চেয়ারম্যান হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.) সভাপতির বক্তব্যে বলেন, মাইজভাণ্ডার দরবার আল্লাহর করুণা ও রহমতের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। এখানে এসে কেউ খালি হাতে ফিরে না। গাউছুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজসহ মাইজভাণ্ডারী মহাত্মাগণ সর্বশ্রেণীর মানুষের কল্যাণে আজীবন নিবেদিত ছিলেন। বৈষম্য, বিভেদ, অনৈক্য-বিভাজন ও মানুষে মানুষে হানাহানি-সংঘাতের বিপরিতে আউলিয়া কেরামগণ মানুষকে শান্তি সাম্য ও কল্যাণের কথাই বলেছেন।
তিনি বলেন, আউলিয়ায়ে কেরাম ইসলামের দীপ্তিমান নক্ষত্র স্বরূপ। চাঁদ-সূর্য-নক্ষত্র যেমন দুনিয়ায় আলো ছড়ায়, তেমনি আল্লাহর ওলীগণ মানুষের ভেতরগত অন্ধকার দূরীভূত করে ইসলামের জ্যোতির্ময় পথে ধাবিত করেন। ইসলাম আজ বিশ্বজনীন প্রভাবশালী জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত হবার পেছনে আউলিয়ায়ে কেরামের অবদানই মূখ্য। তিনি বলেন, আল্লাহর নৈকট্যধন্য মানবশ্রেষ্ঠ আউলিয়ায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও অকৃত্রিম মহব্বত পোষণের মাধ্যমে সার্থক ও পূণ্যময় ঈমানি জিন্দেগি গড়ে তুলতে হবে।
বিএসপি চেয়ারম্যান বলেন, উপমহাদেশ তথা এই দেশে উদারতার মাধ্যমে ইসলাম প্রচার করেছেন আউলিয়া কেরামগণ। আউলিয়া কেরামগণ ইসলাম প্রচারে এসে প্রথমে খানকাহ প্রতিষ্ঠা করে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপর পর্যায়ক্রমে সেই খানকাহ, দরগাহর পাশেই গড়ে তুলেছেন মসজিদ, মাদ্রাসা, মকতব। অথচ এক শ্রেণির উগ্রবাদী আজ আউলিয়ায়ে কেরামের খানকাহ, দরগাহ ও মাজার শরীফে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি এই উগ্রবাদীদের হাত থেকে বাইতুল মুকাররম মসজিদসহ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ছাড় পায়নি।
তিনি বলেন, এই গোষ্ঠী যেভাবে ৬১ হিজরিতে কারবালাহ সৃষ্টি করেছে, ১৯২৫ সনে শিরিক বেদাতের দোহাই দিয়ে মক্কা, মদিনায়, জান্নাতুল বাকী, জান্নাতুল মোয়াল্লায় সাহাবায়েকেরাম ও মা-খাদিজাতুল কোবরাহ (রা:) মাজারসহ বিভিন্ন দেশে ইসলামের সু-মহান নিদর্শন মাজারসমূহ ভাঙচুর করেছে। এইটা তারই ধারাবাহিকতা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পীর মাশায়েখগণ খানকায় বসে মানুষের মাঝে ইসলামের সাম্যের বাণী প্রচার ও দ্বীনি কার্যক্রম পরিচালনা করছিলেন। তাঁরা উগ্র, হটকারী, ভাঙচুর ও হানাহানিতে বিশ্বাসি নয়। আজ উগ্রবাদীরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে; যার কারণে আমাদের আর খানকাহয় বসে থাকার সুযোগ নেই। আমি এইসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি আহবান জানাচ্ছি মহামান্য হাই কোটের নির্দেশনা অনুযায়ী সকল মাজার, খানকাহ, দরগাহ ও ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেক যায়গায় পুলিশ মামলা নিচ্ছে না তাই আইনের শাসন ফিরিয়ে আনতে বিচার প্রার্থীর নিরাপত্তা ও মামলা নেওয়ার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি যে সমস্ত মাজার শরীফ ভাঙ্গা হয়েছে তা পূন:নির্মাণ ও ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি এর পাশাপাশি বাংলাদেশে যত দরবার, খানকাহ, মাজার রয়েছে সকল দরবার শরীফের পীর-মাশায়েখদের আহবান জানিয়ে বলেন, আসুন! একে অপরের দোষ-ক্রটি খোঁজা বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলি।
তিনি আরো বলেন, ইসলামের স্বর্ণযুগে ‘সুফিবাদ’ ছিল মুসলমানদের রাজনৈতিক শক্তির অবিচ্ছেদ্য অংশ।
আজ মুসলমানদের মাঝে অনৈক্য, বিদ্বেষ, দ্বন্ধ-সংঘাত, ক্ষমতার লোভ জেঁকে বসেছে। রাষ্ট্রে দুর্নীতি, অন্যায়-অবিচার, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নৈতিক অবক্ষয়ের আঘাতে জাতির মূল চালিকাশক্তি যুব সমাজ বিপর্যস্ত, পথহারা। তাদের উচ্চশিক্ষা অর্জনও বিফলে পর্যবসিত হচ্ছে। তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে তাসাউফ চর্চার বিকল্প নেই।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় তাসাউফকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুফিবাদি চেতনাকে উজ্জীবিত করতে হবে। কারণ তাসাউফের অনুসরণ মানুষের বিবেকবোধ তথা মূল্যবোধকে জাগ্রত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা অ্যাড. কাজী মহসিন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মো: আলমগীর খান মাইজভাণ্ডারী।
অনুষ্ঠানে হাফেজ মুফতী মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি কবীর চৌধুরী, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম মো: খান সিরাজী, বিএসপি ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মাওলানা মুফতী খাজা বাকী বিল্লাহ আল্-আযহারী, বিএসপি জাতীয় স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ আসলাম হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, রহমানিয়া মইনীয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজের হোসাইন, আমতল সিদ্দিকীয়া মইনীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাকের আনসারী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই