“বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কেন্দুয়ায় হলি স্টার মডেল স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন”
আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)- বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে কেন্দুয়ার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হলি স্টার মডেল স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কুলটির শিক্ষক মুনিম শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান শিক্ষক আমির হামজার উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, হলি স্টার মডেল স্কুল ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সমাজ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, হলি স্টার মডেল স্কুল ব্যবস্হাপনা কমিটির সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম, কেন্দুয়া সমাজকল্যান ফাউন্ডেশনের স্হায়ী সদস্য ও সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং হলি স্টার মডেল স্কুল ব্যবস্হাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি সুবর্ণা মোস্তফা। সকাল থেকে শুরু হয়ে যোহরের পর পর্যন্ত চলে আয়োজন। এরমধ্যে কোরাস গান,যেমন খুশী তেমন সাজ,সৃজনশীল কারুকার্য, একক গান,কবিতা,ছড়া ও হাডুডু খেলায় অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থীরা। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক, ছাত্র, অভিভাবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।