1. admin@banglarmuktokontho.com : admin :
যুক্তরাষ্ট্রে সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয় - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার! বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর দুইদিন পার  দাফন নিয়ে সরকার ও পরিবার দ্বন্দ্বে মরদেহ হাসপাতালেই রামপুরহাটের বারমেশিয়া গ্রামে ২৮ আগস্ট নিখোঁজ হয় এক আদিবাসী ছাত্রী বীরগঞ্জে বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম দিনব্যাপী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ভাড়া নৈরাজ্য : বিভিন্ন মহলের উদ্বেগ! চট্টগ্রামের অভিজাত এলাকা চকবাজারের বাগদাদীয়া একাডেমির হেফজুল কোরআন বিভাগের সবক দান অনুষ্ঠিত সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভয়: শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ঝিনাইদহ কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের পূজা মন্ডপ পরিদর্শন

যুক্তরাষ্ট্রে সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বস্টন অঙ্গরাজ্যের ১৬২ মাইস্টিক এভিনিউ, মেডফোর্ড, এমএ হলে এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে এক উন্মুক্ত গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘The Spiritual wisdom of Sufism in addressing global political and moral crises’ বিষয়ের উপর অনুষ্ঠিত উক্ত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এমআইটির পোস্ট ডক্টোরাল স্কলার ড.এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন-তেলাওয়াত করেন আহমদ নবী। আলোচনায় বক্তারা বলেন,সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও সমাজে আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলাম অনেক বেশি ইনক্লোসিভ। মানুষের কল্যাণ বয়ে আনে এমন নতুন চিন্তা ভাবনাকে ইসলাম সব সময় উৎসাহিত করে।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন,ইসলাম হচ্ছে একটি আধ্যাত্মিক ধর্ম। সামগ্রিক ইসলামের একটি অংশ হলো রাজনীতি। আমরা যদি আধ্যাত্মিকতার উপরে রাজনীতিকে প্রায়োরিটি দিই-তখন মূলত কোরআনকে সংকীর্ণ করে ফেলা হয়। ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন ভার্জিনিয়া জর্জ মেশন ইউনিভার্সিটির রিলিজিয়াস স্টাডিজ অধ্যাপক ড.সারোয়ার আলম ও ইলিনয়স স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকলাইন খোরশেদ এছাড়াও‘ ডিজাস্টার চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল’এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিশু অধিকার সংরক্ষণ আন্দোলনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ডা.এহসান হক, হার্ভার্ড মেডিকেল স্কুল এফিলিয়েটেড রিসার্চ প্রজেক্টের গবেষণা সহকারী টিপু চৌধুরী,ডিপার্টমেন্ট অব কনজারভেশন এন্ড রিক্রিয়েশন (ডিসিআর) বস্টন এর ইনভাইরমেন্টাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক ওসমান গনি, কনভেনিয়েনস স্টোরস ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সংগঠক হুমায়ুন মোর্শেদ,দৈনিক আজাদী’র প্রাক্তন আলোকচিত্র সাংবাদিক তাপস বড়ুয়া,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মেহেদী ইমাম ও মোহাম্মদ লোকমান আলোচনায় অংশ নেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই