আমেরিকার ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট ট্রাম্প যিনি ইতিহাস গড়তে যাচ্ছেন
রিপোর্টঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ।। আমেরিকার ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে বিজয় ঘোষণা করে ফ্লোরিডায় ভাষন দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইতিহাস থেকে জানা যায়,গ্রোভার ক্লিভল্যান্ড প্রথম ১৮৮৫ সালে ২২ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । ১৮৮৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হন। ১৮৯৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড আবার প্রার্থী হন। ১৮৯৩ সালে ২৪ তম প্রেসিডেন্ট হিসেবে তিনি আবার নির্বাচিত হন। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে হিলারী ক্লিনটন কে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হন। ২০২৪ সালে তিনি আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হচ্ছেন।