“বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীরের নেতাকর্মীদের সাথে পথসভা ও পুজামণ্ডপ পরিদর্শন”
নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু ১১ অক্টোবর শুক্রবার মাসকা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সাথে এক অনুষ্ঠানে মতবিনিময় করেছেন। আলোচনাকালে দেশের সার্ভিক বিষয় এবং দলীয় কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। ভেঙে পরা অর্থনীতি,আইনশৃঙ্খলা এবং কেন্দুয়ার আপামর জনগণের কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।
এসময় কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু খন্দকার বক্তব্যকালে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমরা সৈয়দ আলমগীর সাহেবের মতো মানুষকে আমাদের কাছে পেয়েছি। ওনার অবস্থান এবং কর্মব্যস্হতা এত বেশি ওনার সাথে এলাকা থেকে গিয়ে কথা বলতে হলেও অনেক কঠিন বিষয়। ওনি আমাদের নিকট এসেছেন এবং আমরা ওনার সাথে আমাদের কথাগুলো বলতে পারছি। এমন শিল্প উদ্যোক্তা মাঠপর্যায়ে এভাবে বিচরণ করলে আর্থসামাজিক অবস্থা উন্নয়নে অনেক কিছু করা সম্ভব। এতে এলাকার মানুষের সামাজিক অর্থনৈতিক স্বচ্ছলতার রাস্তা তৈরি হবে।
আলোচনায় বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলসহ সংগঠনটির তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানকার সব বিষয়ে খোঁজখবর নেন।।