1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত।। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আইন-ন্যায়বিচার-মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সর্বাত্মক *লকডাউন* কর্মসূচি পালিত হবে জঙ্গি সুদখোর ইউনূসের কারণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক প্রেক্ষাপট দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান *ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা* সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কক্সবাজার সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা চকরিয়া থানা হাজতে স্কুলের অফিস সহকারীর মৃত্যু ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ জঙ্গি ইউনুসের অবৈধ ট্রাইবুনাল ও ক্যাংগারু কোর্ট দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের সংকেত পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড। সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু বলা যায়, নিঃসন্দেহে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা সহ সারাদেশব্যপী বাংলাদেশ আওয়ামী লীগ ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি

চরফ্যাশনে সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত।।

মাহবুবুর রহমান  চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

চরফ্যাশনে সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত।।

স্টাফ রিপোর্টার।।দোয়া মোনাজাত ও কবর জিয়ারতের মধ্য দিয়ে সাবেক ছাত্রদর নেতা শহীদ আব্দুর রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু দিবস পালিত হয়েছে চরফ্যাশনে। ২৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত স্মরণ সভায় উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে দিবসটি পালিত হয়েছে।

বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সকল নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। দলীয় নেতা কর্মীরা শহীদ আব্দুর রাজ্জাক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। চরফ্যাশন পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। বাদ মাগরি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রদল নেতা আলি মুর্তজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, এডভোকেট সিদ্দিক, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ সিকদার প্রমুখ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বক্তৃতায় বলেন, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাকে নৃশংস ভাবে যারা হত্যা করেছে তারা এখনো প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের লালিত গুন্ডাবাহিনী ছাত্রলীগ নেতা লোকমান মাতাব্বরের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা ইউসুফ হোসেন ইমন,মিজানুর রহমান মঞ্জু, আলামিন মুন্সী, নুরুল ইসলাম সহ প্রায় অর্ধশত আওয়ামী গুন্ডাবাহিনী চরফ্যাসন সদর থেকে গিয়ে আব্দুর রাজ্জাক কে পিটিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। অথচ খুনিরা এখনো অধরাই রয়ে গেছে। তারা তাদের দলীয় ষড়যন্ত্র, ব্যবসা-বাণিজ্য বীরদর্পে চালিয়ে যাচ্ছে। তাদেরকে গ্রেফতার করে হত্যার বিচার দাবী করেন। দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আছলামী। বিক্ষোভ ও স্মরণ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই