প্রতিবেদক ও সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ:-নিউজ ডেস্ক!! –
জাতিসংঘে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন নিন্দা প্রস্তাব উঠে, তাহলে তাতে ভেটো দেওয়ার ক্ষমতা পরাশক্তি ৫ দেশের। ৫ দেশের মধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া কখনোই ইউনুসের পক্ষ নিয়ে ভেটো দিবেনা, কারন ইউনুসের প্রধান প্রতিপক্ষ ওই চারটা রাষ্ট্রের সরকার প্রধানের মিত্র বাংলাদেশ আওয়ামী লীগ। ইউনুসের হাতে ভেটো দেওয়ার একমাত্র অপশন হইলো আওয়ামী লীগের বন্ধুপ্রতিম দেশ ভারতের ঘোরতর শত্রু চীন।
ইউনুস যে কোন ভাবে চাইবে, চীনকে হাতে রাখার জন্য, সেটা হোক ইউনুসের বন্ধুপ্রতিম দেশ পাকিস্তান বা অন্য কোন বলয় দিয়ে। ইউনুস চিনে গিয়ে একটা প্রস্তাব দিয়ে এসেছে,ভারতের চীকেন নেক আটকে দিয়ে, ভারতের সেভেন সিস্টার্স এর উপর দিয়ে বাংলাদেশের সী পোর্ট ব্যবহার করার। কিন্তু ইউনুস কুটনৈতিক ভাবে যে কত অনভিজ্ঞ, তা তিনি তার এই একমাত্র বক্তব্য দিয়েই প্রমাণ করেছেন। চীন অলরেডি পাকিস্তানের উপর দিয়ে ভারতের আকসাই দখল করে, একটা সী পোর্ট কানেক্টেড করে ফেলেছে। অন্য দিকে অং সান সুচীকে ক্ষমতা থেকে হটিয়ে মায়ানমারের জান্তা সরকারের মাধ্যমে সী পোর্ট কানেক্টিভিটি রোড তৈরি করে ফেলেছে মায়ানমারের উপর দিয়ে।
ভারতের দুই পাশে তারা নিজেদের সামুদ্রিক বাণিজ্যের পথ তৈরি করে ফেলেছে, সেখানে সেভেন সিস্টার্স স্বাধীন করে, তারা ঠিক কি কারনে বাংলাদেশের সী পোর্ট ব্যবহার করবে, চীন একটা কাজের জন্য দুইটা রোড করে, কি তাদের ব্যয় বাড়াবে..?
ইউনুস যে কোনভাবে বদ্ধপরিকর চীনের হাতে বাংলাদেশের যে কোন সুযোগ সুবিধা তুলে দিয়ে, চীনের ভেটো ক্ষমতা নিজের পক্ষে রাখার জন্য, চীনের ও মাথায় আছে, বাংলাদেশ নিয়ে যে কোন সীদ্ধান্ত নেওয়ার সময় তাদের আওয়ামী লীগের কথা মাথায় রাখতে হবে, কারন চীনের দুই পাশে বিশ্বের সামরিক শক্তির বৃহৎ যে দুইটা দেশ আছে দুইটাই হলো আওয়ামী লীগের দুঃসময়ে পরিক্ষিত ও বিশ্বস্ত দুই বন্ধু রাশিয়া ও ভারত। তাই চীনও ইউনূচকে ফিরিয়ে দিয়েছে, বাংলাদেশ নিয়ে অযাচিত সিদ্ধান্ত নিয়ে নিজেদের সীমান্ত উতপ্ত ও বিপদ ডেকে নিবে না।
আন্তর্জাতিক মাঠে ইউনুস যেভাবে হাত ঘুরাচ্ছে বা ঘুরানোর চেষ্টা করছে, তা তার সময় যথাসম্ভব কমিয়েই আনছে, আন্তর্জাতিক মাঠে আওয়ামী লীগ কখনোই হাঁরেনি, আওয়ামী লীগ সবসময় হেঁরেছে নিজের ঘরের শত্রু চিনতে না পারার কারনে। ১৯৭৫ এ বঙ্গবন্ধু চিনতে পারেন নি মীরজাফর ডালিম আর মোস্তাক চক্রকে, ২০২৪ পর্যন্ত ক্ষমতায় থাকাবস্থায়ও চিহ্নিত করতে ভূলে গিয়েছিলেন দলের রক্তচোষা সুবিধাবাদী গোষ্ঠীদেরকে।
ইউনূচের পৃথিবী একেবারে চোট হয়ে আসছে খুব শীঘ্রই বাংলার মাটি থেকে দেশদ্রোহী মুনাফেকি মাফিয়া জঙ্গি জামাতি ইউনুস পালানোর সুযোগ খুঁজে পাবেনা। আলহামদুলিল্লাহ, সু-দিন আর বেশী দূরে নয়, সন্নিকটে অতি সন্নিকটে। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেদিনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখুন।বিজয় আমাদের সুনিশ্চিত।