কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র এর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ সায়েম, উপজেলা প্রকৌশলী ইনছাফুল ইসলাম, বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা আনসার প্রশিক্ষকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভায় মাদক নির্মূল, সরকারি সেবা গ্রহণে হয়রানি বন্ধ, চোরাচালান দমনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভারত থেকে নদীপথে গরু পাচার প্রতিরোধে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, পাচারকৃত গরু দীর্ঘ সময় পানিতে থাকার কারণে এনথ্রাক্সসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এতে স্থানীয় খামারিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হন; চিকিৎসা ব্যয়ে বিপুল অর্থ ক্ষতি গুনতে হয়, কখনো কখনো পশু মারা যায়। এ রোগের প্রভাব মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়।
এছাড়া সভায় ভুয়া ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ও প্রত্যয়নপত্র প্রদান রোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা আরও জোরদার করার সুপারিশ করা হয়। প্রতি সপ্তাহে ইউপি চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন দপ্তরের কাগজপত্র যাচাই-বাছাই করার উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কম্পিউটার দোকান থেকে ভুয়া কাগজপত্র তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় সলিড টিম বাংলাদেশ এর পক্ষ থেকে কুকুর নিয়ন্ত্রণের দ্রুত সমাধান দাবি করা হয়।
আসন্ন সারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতেও সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, “প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গরু পাচার, মাদক, চোরাচালান ও ভুয়া কাগজপত্র প্রতিরোধ করা সম্ভব।”