মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায়
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার (৫৫৭) ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিটির সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী’র সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন এ পাক থেকে তেলোয়াত করেন মোঃ রবিউল ইসলাম আবির, নাতে রাসূল (দ:) পরিবেশন করেন মোঃ নাসির উদ্দীন।
মাহফিলে মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল, মোঃ আহমদ উল্লাহ্ চৌধুরী যুবরাজ’র সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি নুরুল আবছার।
বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু-তালেব, ঈদে মিলাদুন্নবী (দ:) এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন উক্ত মাহফিলের সভাপতি আহমদ উল্লাহ্ চৌধুরী যুবরাজ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় সম্পাদক হোসেন আলি। তাবারুক বিতরনের মাধ্যমে মাহাফিল সমাপ্ত হয়।