1. admin@banglarmuktokontho.com : admin :
বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার! বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর দুইদিন পার  দাফন নিয়ে সরকার ও পরিবার দ্বন্দ্বে মরদেহ হাসপাতালেই রামপুরহাটের বারমেশিয়া গ্রামে ২৮ আগস্ট নিখোঁজ হয় এক আদিবাসী ছাত্রী বীরগঞ্জে বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম দিনব্যাপী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ভাড়া নৈরাজ্য : বিভিন্ন মহলের উদ্বেগ! চট্টগ্রামের অভিজাত এলাকা চকবাজারের বাগদাদীয়া একাডেমির হেফজুল কোরআন বিভাগের সবক দান অনুষ্ঠিত সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভয়: শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ঝিনাইদহ কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের পূজা মন্ডপ পরিদর্শন

বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাজার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রয়েছে গঠনতন্ত্র ও নিয়ম বহির্ভূত বাজার নির্বাচন পরিচালনা করা। বাজার নির্বাচন তফসিল পরিবর্তীতে গিয়ে ভোটের আগের দিন ৩৪ জন ভোটার তৈরি করা হয়। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় দীঘিনালা অস্থায়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত চেয়েছেন বোয়ালখালী বাজার প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,১৯৮৫ সালে ও ১৯৯৫ সালে পূর্বের বোয়ালখালী পুরাতন বাজার আগুনে পুড়ে যায়। পরপরই দু’বার আগুনে পুড়ে গেলে। ১৯৯৭ সালে পুরাতন বোয়ালখালী বাজার স্থানান্তর করে বোয়ালখালী নতুন বাজার নামে বাজারটি প্রতিষ্ঠা করি। এই বাজারে ২৩ টি সরকারি খাস জায়গায় বন্দোবস্তী নিয়ে বসবাস করেছিলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তাদের অন্যত্র জায়গা কিনে বসতঘরসহ তাদের পূর্ণবাসন করি৷ পরবর্তী এই বাজারে মাটি কেটে ৫০ টি দোকান দিয়ে বাজার কার্যক্রম শুরু করি। কিন্তু দুঃখের বিষয় ২০০৪ সালে বোয়ালখালী বাজারে জসিমের নেত্বত্বে আমাকে বাজার কমিটির সাধারণ সম্পাদক পদ হতে অনিয়ম তান্ত্রিক ভাবে অপসারণ করে। অপসারনের পর দীর্ঘ ২০ বছর বাজার দায়িত্বে নিয়ে বিভিন্ন প্লট দখলে নিয়ে পরিচালনা করে আসছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বাজার প্রতিষ্ঠার পর এই বাজার উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসক কতৃক উচ্ছেদ করার নির্দেশ আসলে। সাবেক সংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া,তিনি আমাকে সবসময় দিকনিদের্শনা দিয়েছেন। ২০০৫ সনে বাজার উচ্ছেদের আদেশ হলে তখন তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালে উক্ত উচ্ছেদের আদেশ স্থগিত করে। বাজার কার্যক্রম গতিশীল রাখেন। এসময় আরো দাবী করে বলা হয়,জসিম বাজার পুরো দখল করার জন্য আমাকে অনেকগুলো মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে। আমার তৈরী করা বাজারের মাঠ দেখে জসিমের মাথা খারাপ হয়ে যায়। বাজার ফান্ড থেকে নামে বেনামে অন্যায়ভাবে বরাদ্দ নেয়। আওয়ামী লীগের দুঃশাসনে আমি দীঘিনালা এলাকায় না থাকায় বাজার ফান্ডে আমার নামে কোন প্লট নাই। তবে আমি ২০২৩ সনে একটি ৭৫ নং প্লট কিনেছিলাম। আমি আঞ্চলিক দলিল দাখিল করেছিলাম। এই রকম আঞ্চলিক দলিলে অনেকে ভোটার হয়েছেন তাহা সুষ্ঠু তদন্ত করলেই বের হয়ে যাবে। দীর্ঘ ১৩টি বৎসর যেই বাজারের জন্য অমানবিক পরিশ্রম করলাম যার প্রমাণ দীঘিনালা আপামর জনগণ স্বাক্ষী আছেন। আমার কথাগুলো যদি সত্য হয় সকলের বিবেকের কাছে আমার প্রশ্ন বোয়াল খালী নতুন বাজারের এই আনন্দঘন নির্বাচনে সাথী হতে পারি না? এমতাবস্থায়, উক্ত নির্বাচন স্থগিত করে নতুন ভোটার প্রণয়ন তথা পুনরায় তফসীল ঘোষণা করে পুন:নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের সকলের নিকট সহযোগিতা কামনা করছি। দীঘিনালা ও বোয়ালখালী বাজার চৌধুরী ও বোয়ালখালী নতুন বাজার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনের জেসমিন চাকমা বলেন। বোয়ালখালী বাজার প্রতিষ্ঠাতা জাফর আহমেদ ভোটার হওয়ার জন্য যে,নথিপত্র দিয়েছে সেগুলো অস্পষ্ট। গঠনতন্ত্র অনুযায়ী তাকে সদস্য করা হয়নি। এদিকে নির্বাচন কমিশনের সাথে কথা হলে তিনি জানান,বোয়ালখালী বাজার প্রতিষ্ঠাতা সাবেক বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ। ভোটার হওয়ার আবেদন নথিপত্র সঠিক না হওয়া ভোটার করা যায় নি। নির্বাচন তফসিল পরবর্তীতে ভোটার হয়েছে। তবে নিয়ম মেনে করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই