1. admin@banglarmuktokontho.com : admin :
আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আইন-ন্যায়বিচার-মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সর্বাত্মক *লকডাউন* কর্মসূচি পালিত হবে জঙ্গি সুদখোর ইউনূসের কারণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক প্রেক্ষাপট দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান *ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা* সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কক্সবাজার সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা চকরিয়া থানা হাজতে স্কুলের অফিস সহকারীর মৃত্যু ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ জঙ্গি ইউনুসের অবৈধ ট্রাইবুনাল ও ক্যাংগারু কোর্ট দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের সংকেত পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড। সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু বলা যায়, নিঃসন্দেহে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা সহ সারাদেশব্যপী বাংলাদেশ আওয়ামী লীগ ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি

আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান
কবি মোছা: শারমিন মল্লিক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।

১৬ই জুলাই দুপুর আনুমানিক দুই থেকে তিনটার মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ স্থান ত্যাগ করেনি। সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলো। পুলিশ এই অবস্থায় তার উপরে গুলি ছুড়ে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন, তাঁর হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এই শহীদ আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক।

কবিতা
আবু সাঈদ।

কবির নাম
মোছা: শারমিন মল্লিক

আবু সাঈদ, 
তুমিতো ঋতুরাজ হেমন্ত 
তাই তুমি চির অমর জীবন্ত, 
তুমিতো শিল্পী মুনির খানের গান 
তাই তুমি বাঁচিয়েছ বাংলার প্রাণ।

আবু সাইদ, 
তুমি জেগে আছো এই বাংলার পটে
তোমার পদধূলি আমরা নিয়েছি লুটে, 
তুমি এই বাংলার চির সম্মান 
তাই তোমাকে করবে আল্লাহ উচ্চ মাকাম দান। 

আবু সাঈদ,
তুমি এই বাংলাকে করেছ উদ্ধার 
মুগ্ধ ইয়ামিন আর কত মায়ের জবার,
এই বাংলা তোমার কাছে কত ঋণী
তাই তোমার স্মরণে দিপ জ্বলবে  চিরদিনি।

আবু সাঈদ, 
তোমার স্মৃতি বুকে ধরে রাখবো চিরকাল 
সারা বাংলা পথে-ঘাটে রক্তে লালে লাল, 
তুমি আমার বাগানের শ্রেষ্ঠ ফুল 
স্বৈরাচারী সরকার বুঝুক তাদের ভুল। 

আবু সাঈদ, 
তুমি তো মুমেন মুমেনাতের অটুট বন্ধন 
তাই তোমার স্মরণে করি আনন্দের ক্রন্দন, 
তুমি তোমার বোনের মেহেদী রাঙানো হাত 
তাই তুমি এনে দিয়েছো রক্তিম প্রভাত। 

আবু সাঈদ,
তুমি কী জানো তুমি কত মহান পবিত্রদয় 
তুমি মহিমানিত্ব অসাধ্য অদ্ভুত বিশাল বিচিত্রময়, 
তোমার তুলনা শুধু তুমিই, নেই আর কিছু
জন্ম-জন্মান্তর রইবো তোমার পিছু। 

আবু সাইদ,
তোমার স্মৃতির স্বচ্ছ বিকাশ 
রাখবো যতনে হবে ইতিহাস,
তোমার শোকে আজ বিশ্ব অবনত 
শান্তির দুত তোমরা বাঁচো বছর শত শত। 

আবু সাঈদ,
তুমি কোটি হৃদয়ের দিয়েছো যত ভালবাসা 
নতুন করে গড়বে দেশ এই তো মোদের আশা, 
দুর্নীতি মুক্ত দ্রব্য ভেজাল  মুক্ত গড়ার সোনার বাংলা 
দোয়া চাই সবার কাছে সব করেছেন আল্লাহ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই