
প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম!
খুবই দুঃখ সঙ্গে আপনাদের জানাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই নেই জীবনের কোন নিশ্চয়তা এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ একদিন সাংবাদিক শূন্য হয়ে পড়বে থাকবে শুধু সাংবাদিক নামের কিছু দালাল যারা সুদখোর মহাজনের টাকায় জীবিকা পালন করছেন
গত ৩০-৯-২০২৫ ইং তারিখ রাতে বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সৎ নিষ্ঠাবান ও প্রতিবাদী কন্ঠ আমাদের স্যার জাতীয় দৈনিক বাংলার মুক্তকণ্ঠ ৭১পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদক সৈয়দ নুরে আলম চৌধুরী স্যার ঢাকা থেকে ওনার নিজ বাড়ী নোয়াখালী চাটখিলের উদ্দেশ্যে রওনা দেন।
উনি যখন নিজের এলাকার স্থানীয় পাল্লা বাজার পর্যন্ত গিয়ে পৌচান হঠাৎ করে বর্তমান অবৈধ জঙ্গী ফ্যাসিস্ট সুদি ইউনুস সরকারের জঙ্গী সেনাবাহিনী অবৈধভাবে জোরপূর্ব তুলে নিয়ে যায় কুমিল্লা আলেকার চর বিশ্বরোড় সেনা ক্যাম্পে তিনদিন যাবত শারীরিক নির্যাতন করার পর স্যারকে কুমিল্লা জেলে প্রেরণ করে দীর্ঘদিন ধরে কোন খোজ খবর না পেয়ে স্যারের পরিবার বর্গ হতাশায় ভেঙে পড়েন।
হঠাৎ করে কুমিল্লা জেল কর্তৃপক্ষের সহযোগিতায় স্যারের পরিবারবর্গ জানতে পারেন তিনি কুমিল্লা জেলে আছেন আমাদের স্যার ভীষণ অসুস্থ আপনারা সবাই আমাদের স্যারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের কাছে বিশেষভাবে অনুরোধ রইল।
জয় একদিন আমাদের হবেই হবে, সেইদিন আর বেশি দুরে নয।