চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা বি এন পির নেতা
নারী কেলেঙ্কারির চরিত্রহীন বেলায়েত হোসেন ( ওরপে) বিল্লাল খান। ডঃ জালাল গ্রুপের সদস্য, মতলব দঃ উপজেলা BNP এর সহ সভাপতি এবং ৫ নং উপাদী উওর ইউনিয়ন BNP সভাপতি বেলায়েত হোসেন ( ওরপে) বিল্লাল খান।
গত ১৮ \৯\২০২৫ তারিখ রাতে নারায়ণপুর ইউনিয়নের (চারটভাংঙ্গা) (সামাজিকতার কারনে বাড়ির নাম উল্লেখ করা গেলনা) গ্রামে জৈনক স্বামী পরিত্যক্ত এক মহিলার সাথে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় হাতেনাতে বাড়ির লোকজন তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে আটকে রাখে।
তার আটকের খবর স্থানীয় BNP কিছু নেতা জানার পর তাকে সেখান থেকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তার এলাকায় খোঁজ নিয়ে জানা যার। সে একে একে পাচটি বিয়ে করে। এর মধ্যে দুইটি বিয়ে লুচ্চামি করতে গিয়ে ধরা পড়ে স্থানীয় লোকজন বিয়ে পড়িয়ে দেয়। আরো খোজ নিয়ে জানা যায় ।