দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন দেশের অন্যতম শীর্ষ বেসরকারী বিমান সেবাদানকারী সংস্থা ইউএসবাংলা কর্তৃক “বেস্ট পার্টনার” অ্যাওয়ার্ডএ ভূষিত
হয়েছে ।
গত ১৯ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর,২০২৫ পর্যন্ত ৩০০ টির অধিক ট্রাভেল এজেন্সীর অংশীদারদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইউএসবাংলার পার্টনার রিট্রিট ২০২৫, মালদ্বীপে এই এ্যাওর্য়াড প্রদান করা হয় । ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোঃ মোজাহেদ হোসেন মিঠু ট্রাভেল জোনের পক্ষে এই এ্যাওয়ার্ড গ্রহন করেন ।
ট্রাভেল জোন পরিবারের এই অর্জনে ট্রাভেলজোন পরিবার গর্বিত এবং তাহার গ্রাহকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ট্রাভেল জোন দেশে ও বিদেশে এয়ার টিকেটিং, ভিসা প্রসেস, ওমরা ও হজ্ব কার্যক্রম পরিচালনা করে আসছে ।