নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় (৫) নংওয়ার্ড থেকে মামুন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল।
মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি। গতকাল ১৫ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩টায় । নরসিংদীর ঐতিহাসিক গাবতলী মাদ্রাসার ঈদগাহ্ মাঠে । নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় যোগ দিতে। চিনিশপুর ইউনিয়নের (৫) নং ওয়ার্ড থেকে মামুন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে অংশ গ্ৰহন করেন । উক্ত মিছিলে চিনিশপুর ইউনিয়নের ( ৫) নং ওয়ার্ডের টাওয়াদী গ্ৰামের মুরুব্বি থেকে সকল বয়সের,পুরুষ ও মহিলা গণ শতফূর্ত ভাবে অংশ গ্ৰহন করেন। মিছিলে উপস্থিত ছিলেন,আবুল হোসেন,দেলোয়ার হোসেন,নোয়াব আলী বিশিষ্ট ঠিকাদার মোঃ জাকির হোসেন ভূইয়া,বাদশা মিয়া,ফারুক মিয়া (বিশিষ্ট ঠিকাদার) করিম মিয়া,দুলাল ভূঁইয়া,কিরন মিয়া,মোক্তার হোসেন,দুবাই মিয়া,ডাঃ শফিক আইনজীবী মোঃ দুলাল মিয়া,আহত ইসমাইল মিয়া,ও আরো
অনেকে। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন। ডাকসুর সাবেক জিএস,যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। আহব্বায়ক নরসিংদী জেলা।নরসিংদীর সাবেক সফল এম পি,জননেতা খায়রুল ইসলাম খোকন । উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতা ও নেত্রীগণ । অংশ গ্ৰহনে কর্মী সভাটি জন সমুদ্রে পরিনত হয়। নরসিংদীর ঐতিহ্যবাহী গাবতলী ঈদগাহ্ মাঠ কানায়, কানায় ভরে পূর্ণ,হয়ে যেতে দেখা যায়। আশে,পাশে, রাস্তায় জনা সমাগম ছিল দেখার মত । উক্ত কর্মী সভা শেষে মামুন ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি চিনিশপুর ইউনিয়নের (৫) ওয়ার্ড টাওয়াদী বাজারে এসে সমাপ্ত হয়।