1. admin@banglarmuktokontho.com : admin :
দেশ জুড়ে বিভিন্ন পাঠাগারে বই উপহার দিলেন অথই নূরুল আমিন। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার! বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর দুইদিন পার  দাফন নিয়ে সরকার ও পরিবার দ্বন্দ্বে মরদেহ হাসপাতালেই রামপুরহাটের বারমেশিয়া গ্রামে ২৮ আগস্ট নিখোঁজ হয় এক আদিবাসী ছাত্রী বীরগঞ্জে বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম দিনব্যাপী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ভাড়া নৈরাজ্য : বিভিন্ন মহলের উদ্বেগ! চট্টগ্রামের অভিজাত এলাকা চকবাজারের বাগদাদীয়া একাডেমির হেফজুল কোরআন বিভাগের সবক দান অনুষ্ঠিত সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভয়: শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ঝিনাইদহ কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের পূজা মন্ডপ পরিদর্শন

দেশ জুড়ে বিভিন্ন পাঠাগারে বই উপহার দিলেন অথই নূরুল আমিন।

মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ প্রতিনিধি:-
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৪ Time View

দেশ জুড়ে বিভিন্ন পাঠাগারে বই উপহার দিলেন অথই নূরুল আমিন।

মোহাম্মদ রুস্তম আলী
কিশোরগঞ্জ প্রতিনিধি:-

অথই নূরুল আমিন (কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক )
তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ‍্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব ) মাতা নুরজাহান তালুকদার।
লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নব্বই দশকের মানবতার কবিও মানবাধিকার কর্মী। অসংখ্য সংবাদ পত্রের নিয়মিত লেখক তিনি।এছাড়া সারা দেশের অসংখ্য পাঠাগারে স্বরচিত বই উপহার দিয়েছেন। পাঠাগার বন্ধু এবং শিক্ষা বন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। আমাদের পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা এই কবির সার্বিক সাফল্য কামনা করছি। অথই নূরুল আমিনের লেখা বই দেশ জুড়ে ১০৫ টি পাঠাগারে প্রায় আট লাখ টাকার বিভিন্ন বই যেসকল পাঠাগারে উপহার দিলেন।

১.বাতিঘর আদর্শ পাঠাগার বা অনু ষ্টেশন পাঠাগার মোঃ কামরুজ্জান, প্রতিষ্ঠাতা পরিচালক, টাঙ্গাইল সদর। মোবাইল নম্বর ০১৭৬১৮৫৭৩৯৯। ২, সাতভিটা গ্রন্থনীড়, মোঃ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা পরিচালক, কলেজ রোড, কুমিল্লা, মোবাইল ০১৭৩৯৪২৬৯০৪। ৩, মোঃ তুতু কবিরাজ স্মৃতি পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও সার্ভেয়ার মোহাম্মদ রুস্তম আলী, কটিয়াদী, কিশোরগঞ্জ। মোবাইল ০১৭৭৯৮০৫৪৬৮। ৪, বীর মুক্তিযোদ্ধা আরব আলী স্মৃতি পাঠাগার ও জহির রায়হান সাংস্কৃতিক পরিবার, রহমান রায়হান, প্রতিষ্ঠাতা সমন্বয়ক মোবাইল ০১৭৮৪৩৪৩২১১। ৫, পাবলিক লাইব্রেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, লিটন গঞ্জু, পাত্রখোলা, শ্রীমঙ্গল, সিলেট মোবাইল, ০১৭৯৬০৮৯১২৩। ৬, জাগ্রত আছিম গ্রন্থাকার, আছিম বাজার, উপজেলা : ফুলবাড়ীয়া, জেলা : ময়মনসিংহ, মোবাইল, ০১৯৪২৩১৩৬৭৯,। ৭, জায়েদা রহমান স্মৃতি পাঠাগার, গ্রাম – জামমুড়া, পোঃ নোয়াজা বাজার, জেলা : কুমিল্লা, মোবাইল, ০১৮৩৮০১১৭৫৩,। ৮, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, মোঃ ইব্রাহিম কাওসার, প্রতিষ্ঠা পরিচালক, গ্রাম : বিরাম পুর, উপজেলা : মোহনগঞ্জ, জেলা : নেত্রকোনা, মোবাইল ০১৩১৯৯৩৮৬৩৮,। ৯, পাছ পুংগলী গণ পাঠাগার, গ্রাম + পো: পাছ পুংগলী, উপজেলা : ফরিদপুর, জেলা: পাবনা। ১০, ড. খায়রুজ্জামান চৌধুরী, বিয়ানী বাজার, জেলা : সিলেট, মোবাইল ০১৭4২৫৯১০৯৯ । ১১, আবুল মনসুর পাঠাগার, ত্রিশাল, জেলা: ময়মনসিংহ, মোবাইল, ০১৭০৪৪৭৯০৫৭,। ১২, জুঁই প্রকাশ ও পাঠাগার, প্রকাশক প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি আজিজ ইবনে গণি, বিয়ানী বাজার, জেলা: সিলেট, মোবাইল ০১৩১৭১৮৮২৮৬। ১৩, আলোর দিশারী পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ সৌরভ শেখ, টুঙ্গিপাড়া সদর, জেলা: গোপালগঞ্জ, মোবাইল, ০১৮৮৩৫৩৯০১৫,। ১৪, মজুমদার পাবলিক লাইব্রেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, মুহাম্মদ মহীউদ্দীন মজুমদার, চৌদ্দগ্রাম, জেলা : কুমিল্লা। মোবাইল, ০১৮১৯৯৮৫৩২৯,। ১৫, স্বপ্নের ধারা পাঠাগার, মোঃ আশিকুর রহমান মন্ডল, শঠিবাড়ী, মিঠাপুকুর, জেলা : রংপুর, মোবাইল, ০১৭৮৮১৮৮৮৩৬,। ১৬, বাইতুল হিকমা ইসলামী পাঠাগার, গ্রাম + পোঃ বিদ‍্যানন্দ, উপজেলা : ফুলবাড়ীয়া, জেলা: ময়মনসিংহ, মোবাইল, ০১৭১৭৩৮৬০৭৬,। ১৭, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ গ্রন্থাকার, প্রতিষ্ঠাতা পরিচালক, শাহজাহান আজাদ, পো: গাছ বাড়ীয়া, উপজেলা : চন্দনাইশ, জেলা: চট্টগ্রাম, মোবাইল, ০১৯১৭১৩৯৫৯৮,। ১৮, দাসিয়ার ছড়া শমসের আলী আদর্শ পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, মোহাম্মদ আলী, পো: + উপজেলা : ফুলবাড়ীয়া, জেলা : কুড়িগ্রাম, মোবাইল, ০১৭০৫৯৭৮১১৬,। ১৯, আছিয়া বেওয়া আব্দুল হক মন্ডল স্মৃতি পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, কবি আশ্রাফ আলী চারু, গ্রাম, কাউনের চর, পো: ঝগড়ার চর, উপজেলা : শ্রীবরদী, জেলা: শেরপুর, মোবাইল, ০১৯১৫১৬০০৫১,। তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন, দেশের যেকোনো পাঠাগারের কুরিয়ার বা ডাক ঠিকানা প্রেরণ করলে। তিনি সব পাঠাগারে সৌজন্য বই দিয়েই যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই