1. admin@banglarmuktokontho.com : admin :
ভোলা মনপুরা থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরে ফরিদ গন্জ উপজেলা দুর্বৃত্তের গু লি তে মোটরসাইকেল আরোহী নি হ ত.. ফরিদপুর উপজেলা ও পৌর প্রশাসনের উদ্দ্যোগে মশকনিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশ প্রেস ক্লাব ফেনী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাবনা -৩ আসনে স্হানীয় প্রার্থী মনোনয়ন এর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁ ২ আসনে সামসুজ্জোহাকে মনোনয়ন দেয়ায় বিএনপির তৃণমূলে অসন্তোষ পাবনা সাঁথিয়া’য় পুকুরে ডুবে শিশুর মৃত্যু আইন-ন্যায়বিচার-মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সর্বাত্মক *লকডাউন* কর্মসূচি পালিত হবে জঙ্গি সুদখোর ইউনূসের কারণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক প্রেক্ষাপট দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান *ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা*

ভোলা মনপুরা থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ

মোঃ আব্দুল গফুর শিকদার ভোলা জেলা।
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

ভোলা মনপুরা থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ এক ব্যবসায়ী সহ একেই মায়ের দুই ছেলের বিরুদ্ধে প্রতিবাদে সংবাদ সম্মেলন এলাকাবাসী করেন।
নিজস্ব প্রতিনিধ

মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা।

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে মিয়া জমির শাহ বাজার সংলগ্ন নিবাসী রিকসো রানী (২২), স্বামী – সুমন দাস (২৬) মনপুরা থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন |
ভুক্তভোগী রিকসো রানী দাস জানান, রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৭(সাত) টার সময় কাঠ বেপারী ইমরান সহ আরো দুজন তার বাসায় ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে, আমি ইমরানকে চিনতে পেরেছি আর অন্য দুজনকে ভালো করে চিনতে পারি নাই,কিরণ রিপন এর মত লাগে, তিনি আবার বলেন মোঃ এমরান (৩২) পিতা- রহিম পন্ডিত, মোঃ কিরন(২৫) পিতা- মৃত ইব্রাহীম মাঝি , মোঃ রিপন (৩৮)পিতা- মৃত ইব্রাহীম মাঝি আমার বাসার রান্নাঘরের দরজা ইস্ক্রু দিয়ে খুলে ঘরে ঢুকে আমাকে ধর্ষনের চেষ্টা করে এবং আমার গলায় ছুরি ধরে আমাকে হুমকি দিয়ে বলে ‘তুই কথা বললে তোকে খুন করবো’ এসময় আমি চিৎকার করলে আমার বড় মেয়ে এবং আমার বেয়াইন প্রনতি রানী দাস সব দেখে | আমি একা থাকি তাই নিরাপত্তার জন্য প্রনতি রানী দাসকে সাথে নিয়ে ঘুমায় কারন বিগত তিন বছর আগেও আমাকে ধর্ষনের চেষ্টা করে কিরন এবং রিপন ঐ সময় এমরান ছিলনা | সে সময় সিঁধ কেটে ঘরে ঢুকে আমার মুখে গামছা পেঁছিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং আমার সন্তান দের মেরে ফেলার হুমকি দেয় পাশ্ববর্তী কাউকে যেন না বলি, এঘটনায় এলাকার চেয়ারম্যান মেম্বার গণ বিচার করলে ও তারা আমাকে অত্যাচার করে |

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় । ঘোর ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ঘটনা বলে উল্লেখ করেন এবং প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী | বৃহস্পতি বার(১৯ সেপ্টেম্বর ২৪) সংবাদ সম্মেলনে মোঃ এমরানের(৩২) পিতা- রহিম পণ্ডিত (৫৫) বলেন, আমার ছেলে এর সাথে জড়িত নয় সে ষড়যন্ত্রের শিকার | আমি কাজলীর (৫০) (রিকসো রানীর শাশুড়ি)এর বাড়ির পাশে জমির মালিক প্রতাপ মাঝির কাছ থেকে ২,৫০,০০০/= ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পাবো পাঁচ বছর আগে , সেই টাকা চাওয়ায় প্রতাপ মাঝি, তার ভাই দ্বিপক মাষ্টার কাজলীর সাথে মিলে ষড়যন্ত্র করে তার ছেলের বউকে দিয়ে এই ঘটনা রটিয়েছে | তিনি প্রশ্ন রেখে বলেন, কিরন এবং রিপন আপন দুই ভাই হওয়া সত্ত্বেও কিভাবে একসাথে ধর্ষণ করতে যায় এতেই প্রমাণিত হয় এটা সম্পূর্ণ সাজানো এবং ভিত্তিহীন ষড়যন্ত্র বরং এই মেয়ের অতীতে খুব খারাপ রেকর্ড আছে প্রত্যেক বছর সে কারো না কারো নামে দুর্নাম ছড়ায় | এলাকার বাসিন্দা দিবাকর চন্দ্র দাস ও ডিসেম্বর মিস্ত্রি বলেন, আমরা রিপন কিরণ এমরানের মধ্যে কখনো খারাপ চরিত্র দেখিনি | জীবনদাস(৫০) বলেন রিকসো রানীর চরিত্রের সমস্যা আছে সে ষড়যন্ত্র করে এই মামলা দিয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই | অত্র এলাকার বাসিন্দা আঞ্চল হক বলেন, তার খারাপ চরিত্রের কারনে স্বামী চলে গেছে | সুমন চন্দ্র দাস বলেন, রিপন রবিবার সারাদিন আমার কাজ করেছে এবং রাত্রে আমার সাথে ঘুমাইছে, তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করায় প্রসাশন এর কাছে বিচার চাই | জমির শাহ বাজার ব্যাবসায়ী মোঃ শাহীন(৪৮) বলেন, এমরান ভাল লোক, সে ষড়যন্ত্রের শিকার |

এ ঘটনায় অভিযুক্ত মিয়া জমির শাহ বাজার ব্যাবসায়ী মোঃ এমরান(৩২) ( সাধারণ সম্পাদক-স্বেচ্ছাসেবক দল, ১ নং মনপুরা ইউনিয়ন ) এর কাছে জানতে চাইলে, সে বলেন আমি এঘটনার সাথে জড়িত নয়, পাওনা টাকা কে কেন্দ্র করে এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে | মোঃ কিরন বলেন, আমি কখনো তাদের বাসায় যায়নি | মি.রিপন এর ফোন নাম্বার বন্ধ পাওয়া যায ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই