1. admin@banglarmuktokontho.com : admin :
আনোয়ারায় আব্বাস কলোনীর উঠান থেকে সিএনজি (অটোরিকশা) চুরি - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আইন-ন্যায়বিচার-মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সর্বাত্মক *লকডাউন* কর্মসূচি পালিত হবে জঙ্গি সুদখোর ইউনূসের কারণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক প্রেক্ষাপট দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান *ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা* সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কক্সবাজার সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা চকরিয়া থানা হাজতে স্কুলের অফিস সহকারীর মৃত্যু ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ জঙ্গি ইউনুসের অবৈধ ট্রাইবুনাল ও ক্যাংগারু কোর্ট দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের সংকেত পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড। সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু বলা যায়, নিঃসন্দেহে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা সহ সারাদেশব্যপী বাংলাদেশ আওয়ামী লীগ ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি

আনোয়ারায় আব্বাস কলোনীর উঠান থেকে সিএনজি (অটোরিকশা) চুরি

চট্টগ্রাম প্রতিবিধি:
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

আনোয়ারায় আব্বাস কলোনীর উঠান থেকে সিএনজি (অটোরিকশা) চুরি

চট্টগ্রাম প্রতিবিধি:

আনোয়ারায় উত্তর হাজীগাঁও আব্বাস কলোনীর উঠান থেকে একটি সিএনজি (অটোরিকশা) চুরি হয়েছে।

১৪ শে সেপ্টেম্বর (শনিবার) বারখাইন উত্তর হাজীগাঁও আব্বাস কলোনীর উঠানে এ চুরি ঘটনার ঘটে।

চুরি হাওয়া সিএনজি (অটোরিকশা) গাড়িটি বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনের।

গিয়াস উদ্দিন জানান চুরি হাওয়া সিএনজি গাড়িটি আমার শেষ সম্বল। সিএনজি আয় দিয়ে চলে আমার সংসার। আমার নিজ বাড়ী বন্দর এলাকায় হইলেও পেশাগত প্রয়োজনে শ্বশুর বাড়ী এলাকার উত্তর হাজীগাঁও সাকিনের জনৈক আব্বাস কলোনীর থাকি। আমি প্রতিদিনের মতো কলোনীর উঠানে গাড়ি রেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম।সকালে ওঠে দিকে আমার সিএনজিটি আর নেই। আমার মনে হয় চুর চক্রের সদস্যরা রাত অনুমান ১২.৩০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় আমার গাড়িটি চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া গাড়ীটি একটি রেজিট্রেশনবিহীন (প্রচলিত মতে অনটেষ্ট) সিএনজি অটোরিক্সা, যাহার ইঞ্জিন নং- AZZWFK 09311, চেসিস নং- MD2A27AZ2FWK 13584, অশ্বশক্তি- 200 CC, মডেল- 2015, মূল্য অনুমান- ৪,১৫,০০০/- টাকা।

আনোয়ারা থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম জানান ডিউটি অফিসার চেজ হয়েছে।আমি এই মাত্র ডিউটিতে আসলাম।সিএনজি চুরি কোন অভিযোগ হয়েছে কিনা বলতে পারবো না।মামলা হলে সাথে সাথে বলতে পারতাম।আপনি কিছুক্ষণ পড়ে কল করুন। আমি রেজিস্টার গুলো চেক করে জানাচ্ছি।
যদি সন্ধ্যান ফেলে যোগাযোগ করুন।
সি এন জি চালাক সমিতির সভাপতি Iqbal 01816-447124

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই