1. admin@banglarmuktokontho.com : admin :
নিরাপদ সড়কের দাবিতে পাবনায় মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শহীদ জিয়া স্মৃতি সংসদ ফরিদপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ফরিদপুর মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দোয়া মাহফিল অনুষ্ঠিত । ফরিদপুর মানবতার আরেক নাম তৃতীয় লিঙ্গের বিজলী মেম্বর। নিরাপদ সড়কের দাবিতে পাবনায় মানববন্ধন দিঘুলিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন অনুষ্ঠিত পাবনায় বিনাহালে রসুন চাষে ঝুঁকছে কৃষক আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার চাঁদপুরে ফরিদ গন্জ উপজেলা দুর্বৃত্তের গু লি তে মোটরসাইকেল আরোহী নি হ ত.. ফরিদপুর উপজেলা ও পৌর প্রশাসনের উদ্দ্যোগে মশকনিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশ প্রেস ক্লাব ফেনী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিরাপদ সড়কের দাবিতে পাবনায় মানববন্ধন

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

 

পুরাতন টেকনিক্যাল মোড় সড়কে দুর্ঘটনা রোধে নিয়ন্ত্রিত যানবাহন চলাচলের আহ্বান

পাবনা শহরের অন্যতম ব্যস্ততম অঞ্চল পুরাতন টেকনিক্যাল মোড়। প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে যাদের মধ্যে আছে মালবাহী ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, এমনকি স্কুল কলেজগামী শিক্ষার্থীবাহী যানও। তবে সড়কের এমন চাপ সামাল দেওয়ার মতো অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরে অনুপস্থিত। আর এরই সুযোগে প্রায়ই ঘটে ছোট, বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হন পথচারী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

 

এই চলমান ঝুঁকির প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি স্থানীয় বাসিন্দা পদ্মা কলেজের অধ্যাপক আনিছুজ্জামান নাঈমের আহবানে সকাল ১০টায় পুরাতন টেকনিক্যাল মোডে , ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করেন। ব্যানারে লেখা ছিল “দুর্ঘটনা বন্ধ চাই, নিয়ন্ত্রিত যান চলাচল চাই”, “নিরাপদ সড়ক চাই”, “জীবন একটি ঝুঁকি নয়, নিরাপত্তা চাই”।

টেকনিক্যাল মোড়ের সামনের সড়কজুড়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ। তারা বলেন, এ সড়কের কিছু অংশ সরু, কোথাও ভাঙাচোরা, কোথাও আবার ফুটপাত দখল করে দোকানপাট বসেছে ফলে প্রতিনিয়ত পথচারীদের জীবন ঝুঁকিতে থাকে।

মানববন্ধনে বক্তাদের মূল দাবিগুলো ছিল, ভারী যানবাহনের নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত করা, সকাল, বিকাল শিক্ষা প্রতিষ্ঠানের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা, ফুটপাত দখলমুক্ত করা, প্রয়োজনীয় সিগন্যাল ও জেব্রা ক্রসিং স্থাপন, সড়কের ভাঙাচোরা স্থান সংস্কার, নিয়মিত ট্রাফিক পুলিশের টহল বৃদ্ধি।

বক্তারা আরও জানান, দুর্ঘটনাগুলো শুধু শরীরিক ক্ষতিই নয়, অনেক পরিবারের ভবিষ্যৎও ধ্বংস করে দেয়। তাই দেরি নয় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো দেখা হলেও সংশ্লিষ্ট দপ্তরের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ে না। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন, যার মধ্যে শিশু, নারী ও প্রবীণরাও রয়েছেন।

 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে। অনিয়ন্ত্রিত মোটরসাইকেল ও দ্রুতগতির অটোরিকশা তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আমরা যখন রাস্তা পার হই, তখনই ভয় লাগে কখন কি হয়ে যায়, বলেন এক শিক্ষার্থী।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির উন্নয়ন ও যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, উন্নত শহর গড়তে হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা জরুরি।
“মানুষের জীবন আগে, তারপর উন্নয়ন,” এমন মন্তব্য করেন আয়োজকরা।

 

পাবনার পুরাতন টেকনিক্যাল মোড় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এ সড়কে প্রতিদিনের অস্থিরতা, ভয় ও দুর্ঘটনার চক্র থেকে মুক্তি পেতে স্থানীয় মানুষের একটাই দাবি নিরাপদ সড়ক চাই।
তাদের এই মানববন্ধন শুধু প্রতিবাদ নয়; এটি একটি আশার বার্তা উদ্যোগ নিন, সড়ক নিরাপদ করুন, বাঁচান মানুষের জীবন।

 

এ সময়ে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ নওশের আলী মন্টু, প্রকৌশলী আব্দুল কাদের, অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামীন মাসুম, শাহীন রানা, রিয়াজুল ইসলাম রনি, মতিয়ার রিহিমান, বরকত আলী, নাসরুল্লাহ জাহাঙ্গীরসহ আরো অনেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই