
পাবনা-৩ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে চাটমোহরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির মনোনয়নবঞ্চিত দুই নেতার কর্মী-সমর্থকরা। পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাবেক এম পি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার কর্মী-সমর্থকরা। এই দুই নেতা মনোনয়নবঞ্চিত হওয়ার পর দুইজন এক মঞ্চে আসেন। গত শুক্রবার সকালে কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা যৌথ সংবাদ সম্মেলনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষনা করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে চাটমোহর উপজেলা ও পৌরসভার তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠন। স্থানীয় বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশের আগে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই নেতার শত শত কর্মী-সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
সমাবেশে বক্তারা বহিরাগত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় নেতা হাসান জাফির তুহিন কে মনোনয়ন পরিবর্তন করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়। নেতা-কর্মীদের দাবি দলের দুঃসময়ে কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা দলকে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের সুসংগঠিত করে রেখেছেন। তারা এদের একজনকে মনোনয়ন দেওয়ার আহবান জানান। বহিরাগত কোন ব্যক্তিকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবেনা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। সমাবেশে বক্তব্য দেন,সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,হাসাদুল ইসলাম হীরা,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.মজিবর রহমান,এ্যাড.আঃ হালিম,চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে পাবনা-৩ আসনে পরিবর্তন করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। তারা বলেন যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তার ৫ ভাগও জনসমর্থন নেই। তার মনোনয়ন চূড়ান্ত করা হলে জামায়াতের প্রার্থী জিতে যেতে পারে। যেটা বিএনপির জন্য দুঃখজনক। তাই বহিরাগত প্রার্থী মনোনয়ন পরিবর্তন করা হোক। সমাবেশ শেষে সাবেক এমপি আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।