1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর পলাশ পারুলিয়া গ্ৰামে বোন কে বাঁচাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভাই । - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার! বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর দুইদিন পার  দাফন নিয়ে সরকার ও পরিবার দ্বন্দ্বে মরদেহ হাসপাতালেই রামপুরহাটের বারমেশিয়া গ্রামে ২৮ আগস্ট নিখোঁজ হয় এক আদিবাসী ছাত্রী বীরগঞ্জে বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম দিনব্যাপী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ভাড়া নৈরাজ্য : বিভিন্ন মহলের উদ্বেগ! চট্টগ্রামের অভিজাত এলাকা চকবাজারের বাগদাদীয়া একাডেমির হেফজুল কোরআন বিভাগের সবক দান অনুষ্ঠিত সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভয়: শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ঝিনাইদহ কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের পূজা মন্ডপ পরিদর্শন

নরসিংদীর পলাশ পারুলিয়া গ্ৰামে বোন কে বাঁচাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভাই ।

জেলা প্রতিনিধি নরসিংদী।
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩ Time View

নরসিংদীর পলাশ পারুলিয়া গ্ৰামে বোন কে বাঁচাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভাই ।

জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া চক গ্ৰামে । গতঃ- ২৮/১০/২০২৪খ্রিঃ-তারিখ সন্ধ্যা ০৫:৪৫ ঘটিকার সময় ।বে আইনি জনতা বদ্ধে আবদ্ধ হইয়া পৃর্ব পরিকল্পিতভাবে ছোড়া,রামদা,দা,চাপাতি সহ, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ।বসত বাড়িতে অনাদিকার প্রবেশ করিয়া , শান্তা আক্তার (২৪) কে এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকিলে , ছোটভাই মোঃ শাহীন রিকাবদার (২২) এগিয়ে আসলে বোন কে মারপিট করিতে নিষেধ করিলে ১। মোঃ হাবিব ওরফে (মুন্না)(২৮) হাতে থাকা ছোড়া দিয়া ছোট ভাই শাহীন কে, হত্যার উদ্দেশ্যে পিঠে এলোপাথাড়ি গাইমারিয়া ছিদ্র যুক্ত রক্তাক্ত গুরুতর জখম করে।২। হাসিব আহমেদ উরুফে হিমু(২০) হাতে থাকা রামদা দিয়ে ছোটভাই শাহীন , কে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে সে সরে গিয়ে ডান হাত দিয়ে ফিরাইলে তাহার ডান হাতের কব্জির উপরে রা লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।
শান্তা আক্তারের ছোট ভাই শাহীন কে বাঁচাতে এগিয়ে আসে
তাদের বড় ভাই মোঃ শামীম (২৮) সামনে আসিলে ,সবাই মিলে তাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা জখম করে। তাদের ডাক চিৎকার শুনিয়া আশেপাশে থাকা লোকজন আগাইয়া আসিলে । প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করিয়া ঘটনা স্থল হইতে চলিয়া যায় । আরো যানা যায় যে,
স্থানীয় লোকজন দের সহায়তায়
তাদেরকে উদ্ধার করে ।নরসিংদী জেলা হাসপাতালে নিয়া গেলে ,ছোট ভাই শাহীন কে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ছোটভাই শাহীন কে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করে। বর্তমান নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি আছে। বিষয়টি পরিবারের লোকজন ও স্থানীয় গন্য মান্য লোকজনের সাথে আলোচনা করিয়া যানা যায় উক্ত বিষয়ে একটি এজাহার ভুক্ত মামলা হয়েছে।২০/১০/২৪ইং মামলা নং -৬।ধারা৩৪৩।৪৪৭।৪৪৮।৩২৩।৩২৪।৩২৬।৩০৭।৫০৬(২)পেনাল কোড ১৮৬০,বাদী শান্তা আক্তার (২৪),পিতা-শহীদুল্লাহ রিকাবদার, সাং-পারুলিয়া চক,থানা- পলাশ,জেলা-নরসিংদী ।
বিবাদী -১। মোঃ হাবিব ওরফে মুন্না (২৮),২। হাসিব আহমেদ উরুফে হিমু (২০)উভয় পিতা-মুনসুর উদ্দিন আহমেদ,
৩। মুনসুর উদ্দিন আহমেদ (৫৮)পিতামৃতঃ-সাইফ উদ্দিন আহমেদ, সর্ব সাং- পলাশ ভাগ্যের পাড়া,থানা-পলাশ,জেলা-নরসিংদী সহ অজ্ঞাত ৬/৮ জন । ঘটনার সুত্রপাত হয় -শান্তা আক্তার(২৪)এর সহিত ১। মোঃ হাবিব ওরফে মুন্না (২৮) প্রেমের সম্পর্ক করিয়া০৫ বছর পুর্বে, ইসলামীক শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । দাম্পত্য জীবনে মাশরীফ আহমেদ (৩)বছরের একজন ছেলে সন্তান আছে। বিবাহের পর হইতে ১। মোঃ হাবিব ওরফে মুন্না বিভিন্ন মাদক,মদ, গাঁজা, ইয়াবা , সেবন ও ব্যবসায় জড়িত হয়ে পরে , পরকিয়ায় লিপ্ত হয়, প্রতিবাদ করিলে দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি। উপরোক্ত সবাই শারীরিক ও মানসিক অত্যাচার নির্যাতন করতঃ সহ্য করতে না পারিয়া । বিগত ০৮ মাস পূর্বে আদালতের মাধ্যমে,তালাক প্রদান করে শান্তা আক্তার। বিভিন্ন সুত্র জানায় যে ,তারা স্থানিয় প্রভাব শালী ও আওয়ামী লীগের ছত্রছায়ায় বীর দর্পে ক্ষমতার
দাপটে এই সব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার কথা শুনেই ,হাবিব ওরফে মুন্না। হামলা করে ,সহযোগিদের নিয়ে অস্ত্র দেখিয়ে ককলেট ফুটিয়ে আতঙ্ক করে তুলে । হুমকি দেয় মামলা তুলতে , আর নয়ত সবাইকে প্রাণে মেরে ফেলা হবে । অসহায় ভুক্তভোগী শান্তা আক্তারের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। অনতিবিলম্বে তাদেরকে গ্ৰেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই