
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
গত ৩ নভেম্বর (সন্ধ্যায়) বিএনপি পাবনা জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। এর পরপরই রাত ৮টায় ফরিদপুরে সংবাদ সম্মেলন করেন হাসান জাফির তুহিন।
সংবাদ সম্মেলনে তিন উপজেলার সাংবাদিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরিদপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইদ্রিস আলী মাস্টার।
বক্তৃতায় হাসান জাফির তুহিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, গত ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রার্থীদের ঐক্য বজায় রেখে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন।
তুহিন বলেন, মনোনয়ন পাওয়া আমাদের প্রাথমিক বিজয়। এখন মূল লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও যোগ্য তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষকে জয়ী করতে হবে।
তিনি আরও জানান, তিন উপজেলা নিয়ে একীভূত নির্বাচনী কমিটি গঠন করা হবে। পাশাপাশি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ১৭৬টি ভোটকেন্দ্রভিত্তিক পৃথক কমিটিও করা হবে। তরুণরা নেতৃত্বে থাকবেন, তবে প্রবীণ নেতারা থাকবেন পরামর্শদাতা হিসেবে।
অন্য দলের প্রার্থীদের প্রতি সহনশীল আচরণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন তুহিন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে তিন উপজেলার অনুন্নত সড়কগুলো প্রথমেই উন্নয়ন করবেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, তবে সঠিক তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের অনুরোধ জানান। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলেও জানান।
পরিশেষে তিনি মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম, সাবেক চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা ও পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।