তোমাদের ফেলে দেয়া দুঃখগুলোকে
মুঠো মুুঠো কুঁড়োই আমি,
তোমরা যেগুলোকে দুঃখ বলো
আমার কাছে সেগুলো নীল সুখ মনে হয়!
আমি সেই জন যে নির্দ্বিধায়
তোমাদের জীবনের গল্পগুলোর মধ্যে থেকে
আকাঁড়া চালের মত বেদনা গুলো নিতে আসি,,
যেন স্বচ্ছ জলের মতো তোমাদের সুস্হ সময় বয়ে রয়!
আচ্ছা,শুধু কি গোলাপই ফুল ধুতরা কি ফুল নয়?
গোলাপ দিয়ে বরণ করে তাকে রাজসিক উপমা দাও,
ধুতরার কি ইচ্ছে হয়না তার স্বীকৃতির?
তাইতো তোমরা যখন গোলাপ নিয়ে ভ্যালেন্টাইন উৎসবে মেতেছো,
আমি তাদের ঝুুঁল বারান্দায়
দুঃখবিলাস করি..!