একই বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত দেহ-গুলো উদ্ধার করে।
নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী 'শিখা আক্তার' তাঁর সাত বছর বয়সী ছেলে আলভী ও দুই বছর বয়সী মেয়ে 'সায়মা আক্তার।' মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় ঘটে এই মর্মান্তিক রহস্য-জনক ঘটনা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে ধানের কেরি পোকা মারার ওষুধ খেয়ে আত্ম-হত্যা করে থাকতে পারে।
প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দরজা ভে"ঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান। ধারণা করা হচ্ছে 'স্ত্রী-কে অতিরিক্ত মানসিক চাপ দেয়া সহ সর্বদা দুর্ব্যবহার, আর অকারণে সন্দেহ আর মিথ্যা অপবাদের কারনেই, মনের কষ্টে আত্ম-হত্যা করে