খোলা রেখে নির্মাণ সামগ্রী পরিবহনের দায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহনের দায়ে তিন পরিবহন চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১ ধারা লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে প্রত্যেক চালকের কাছ থেকে পৃথকভাবে জরিমানা আদায় করে সর্বমোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ জন মিত্র। এ সময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহন চালকদের ভবিষ্যতে নির্মাণ সামগ্রী যথাযথভাবে ঢেকে বা আবৃত করে পরিবহন করার নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, “নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় পরিবহন করলে ধুলা-বালু উড়ে বায়ুদূষণ বৃদ্ধি পায়। পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
বায়ু দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন প্রয়োগে পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।