ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম ও খতিবের মতবিনিময় সভা
মোঃ রফিকুল ইসলাম,ভূরঙ্গামারী স্টাফ রিপোর্টারঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পবিত্র আছর সালাত শেষে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো : আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো:আনোয়ার হোসেন,বাউশ মারির ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ,সোনাহাট কলেজের সহকারী প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংককে আল্লাহ খাঁদের কিনারা থেকে বাঁচিয়েছেন। এসময় তিনি ব্যাংককে ফিরে পাওয়ায় মহান রাব্বুল আল আমীনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই ব্যাংক জনগণের আস্থা নিয়ে গত ৪১ বছর যাবৎ সেবা দিয়ে আসছে। বিগত সরকারের ছত্রছায়ায় এসআলম গ্রুপ আমাদের ব্যাংকে লুটপাট ও ডাকাতি করেছে।
জালিম সরকার বিদায় নিয়েছে। আপনাদের সহযোগিতায় আমার আবার ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ। তিনি ইমামদের বলেন সাধারণ মানষের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সততা, বিশ্বস্থতা সম্পর্কে তুলে ধরার আহবান জানান।
দোয়া ও মোনাজাত করেন ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মাহবুব আলম
অনুষ্ঠানের সভাপতিত্ব করেনে ভূরুঙ্গামারী শাখার ব্যাবস্তাপক ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম আকরামুল হক সভাপতির সমাপনি বক্তব্য শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।